বিগত কয়েক মাস যাবৎ জিমেল এবং গুগল অ্যাকাউন্ট সাহায্য ফোরামে অসংখ্য পোস্ট দেখা গেছে একটি নির্দিষ্ট সমস্যা নিয়ে যার সারসংক্ষেপ হল নিম্নরূপ, "আমি আমার গুগল অ্যাকাউন্ট রিকভার করতে পারছিনা, কারণ সর্বশেষ পদক্ষেপে আমি যে গুগল অ্যাকাউন্টটি রিকভার করতে চাইছি , সেই গুগল অ্যাকাউন্টটিতেই রিকভারি কোড পাঠানো হচ্ছে। কি করবো? সাহায্য করুন।" আমি ইতিমধ্যেই এই সমস্যাটিকে নিয়ে ইংরেজিতে একটি নিবন্ধ লিখেছি। অতঃপর যাঁরা এই সংক্তান্ত ব্যাপারে পোস্ট করছেন, তাদের অধিকাংশই বাঙালী লক্ষ্য করে, ওই ইংরেজিতে লেখা পোস্টের একটি বাংলা সংস্করণের প্রয়োজন অনুভব করলাম। তাঁদের সুবিধার্থেই এই নিবন্ধটি লেখা। আমাদের পড়ার এবং বোঝবার সুবিধার জন্য আমরা এই নিবন্ধটি তিনটি বিভাগে ভাগ করে নেবো। সচরাচর কি হয়ে থাকে কেন এটি হয়ে থাকে আপনার এই পরিস্থিতিতে ঠিক কি করণীয় সচরাচর কি হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিম্নলিখিত ঘটনাক্রম লক্ষ্য করে থাকি। আপনার গুগল অ্যাকাউন্টে ২-পদক্ষেপ যাচাইকরণ চালু করা আছে যে কোন কারণবশতঃ আপনি একটি রিসেট অথবা নতুন ফোন থেকে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করতে চাইছেন আপনি আপনার গুগল অ্...
I'm a Diamond Product Expert for Gmail and Google Accounts and this blog includes articles in English, Bengali and at times Hindi on new Gmail and Google Accounts feature launches or changes, Workarounds or explanations on issues affecting the users in the Gmail and Accounts Help Communities and documenting instructions I do not find in the Help Center articles.