যখন আমাদের একটি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, এটি আমাদের দৈনন্দিন জীবনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে কারণ ইমেল, ভিডিও গেমস, সোশ্যাল নেটওয়ার্কিং, আর্থিক এবং স্বাস্থ্যসেবা প্রোফাইলগুলির মতো আমাদের অনেক ডিজিটাল কার্যকলাপ এটিকে কেন্দ্র করে হয়ে থাকে। জিমেল এবং গুগল অ্যাকাউন্ট সাহায্য ফোরামে আমরা প্রায়শই বাংলাভাষী মানুষদের থেকে এই সমস্যা সংক্রান্ত থ্রেড দেখতে পেয়ে থাকি। তাঁদের সুবিধার্থেই এই প্রবন্ধটি লেখা। একটি অ্যাকাউন্ট বিভিন্ন উপায়ে হ্যাক হতে পারে; ব্রাউজারের কুকি চুরির মাধ্যম থেকে শুরু করে সাধারণ/সহজ/সহজ পাসওয়ার্ড হ্যাক করা থেকে যথাযত সুরক্ষাহীন অথবা কোনভাবে ক্লোন করা ডিভাইস, কোন ভাইরাস, স্ক্রিপ্ট অথবা ম্যালওয়্যার বা স্পাইওয়ার ইত্যাদির দ্বারা নানা কারণে অন্য কেউ আমাদের গুগল অ্যাকাউন্টে অ্যাক্সেস পেতে পারে। সুতরাং, যখন আপনি বুঝেছেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে তখন আপনার কি কি করণীয় অথবা অবশ্যকর্তব্য? আমি আগেই উল্লেখ করেছি যে আমাদের ইমেল ভিডিও গেমস, সোশ্যাল নেটওয়ার্কিং, আর্থিক এবং স্বাস্থ্যসেবা প্রোফাইলগুলির মতো আমাদের অনেক ডিজিটাল কার্যকলাপ...
Welcome to my blog. I am a Google Diamond Product Expert and Mentor for Gmail and Google Account and here I write articles that explain various issues related to those two products as well as tutorials on topics that are either not available in the Gmail or Google Account Help Center articles, or are not available in the language the users want them to be in.