Skip to main content

Posts

Showing posts from May, 2023

Bengali version of When your Google account is disabled

 সম্প্রতি, আমরা গুগল অ্যাকাউন্টস সাহায্য ফোরামে ব্যবহারকারীদের কাছ থেকে তাদের গুগল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার বিষয়ে প্রচুর আবেদন পাচ্ছি। সুতরাং, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার এবং কিছু টিপস শেয়ার করার জন্য একটি আর্টিকেল লেখার ভালো সময় বলে মনে করছি।  আমাদের পড়ার এবং বোঝার সুবিধার জন্য, আমরা এই নিবন্ধটিকে চারটি বিভাগে ভাগ করে নেবো, যেমন: কি কি কারণের জন্য আপনার গুগল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হতে পারে। আপনার গুগল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেলে কী করবেন। পর্যালোচনার জন্য আপিল জমা দেওয়ার সময় কী মনে রাখবেন। পর্যালোচনার জন্য আপিল জমা দেওয়ার পরে কীভাবে অনুসরণ করবেন। প্রথম বিভাগ: কি কি কারণের জন্য আপনার গুগল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হতে পারে। সচরাচর, আপনার গুগল অ্যাকাউন্টটি পরিষেবার শর্তাবলী অথবা গুগলের কোনো পণ্য অথবা সেবা-নির্দিষ্ট নীতি লঙ্ঘনের জন্য অক্ষম  বা নিষ্ক্রিয় করা হতে পারে। ওই শর্তাবলী এবং পণ্য অথবা সেবা-নির্দিষ্ট নীতিগুলি এখানে ব্যাখ্যা করা হয়েছে https://policies.google.com/terms?hl=bn আর  https://support.google.com/accounts/answer/1...