এই ব্লগটি পাস-কী সম্পর্কে সাধারণ ধারণা এবং এটি আপনার গুগল অ্যাকাউন্টে কীভাবে প্রযোজ্য হয় তা সহজ ভাষায় বোঝানোর উদ্দেশ্যে লেখা হয়েছে। পাস-কী আসলে কি? পাস-কী হল একজোড়া ক্রিপ্টোগ্রাফিক ডিজিটাল কী অথবা চাবি। প্রতি জোড়া চাবি একটি নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য সৃষ্টি করা হয়ে থাকে। এই জোড়া চাবির একটি সেই নির্দিষ্ট ওয়েবসাইটের সাথে শেয়ার করা হয় এবং অন্যটি আপনার ডিভাইসে বা আপনার পাসওয়ার্ড ম্যানেজারে সুরক্ষিতভাবে সংরক্ষিত করা থাকে। গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রে, একটি পাসকিকে আমরা একটি পাস ওয়ার্ড এবং একটি নিরাপত্তা কী অথবা চাবির সংমিশ্রণ হিসাবেও বিবেচনা করে থাকি। পাস-কী কি কোন হার্ডওয়্যার নাকি এটি কোন কোড নম্বর? পাস-কী কোন হার্ডওয়্যার নয়। এগুলি উপরে উল্লিখিত বৈশিষ্ট্য সহ একজোড়া ডিজিটাল ক্রিপ্টোগ্রাফিক কী অথবা চাবি। পাস-কী কোথায় এবং কেমন করে সৃষ্টি করা হয়ে থাকে? একটি ল্যাপটপ বা ডেস্কটপ যা কমপক্ষে Windows 10, macOS Ventura, অথবা ChromeOS 109 চালায়। একটি ফোন যা কমপক্ষে iOS 16 বা Android 9 চালায়। একটি হার্ডওয়্যার নিরাপত্তা কী যা FIDO2 প্রোটোকল সমর্থন করে। ম...
Welcome to my blog. I am a Google Diamond Product Expert and Mentor for Gmail and Google Account and here I write articles that explain various issues related to those two products as well as tutorials on topics that are either not available in the Gmail or Google Account Help Center articles, or are not available in the language the users want them to be in.